মানুষ মাত্রেই এক সামান্য গল্প
দু-লাইন হাসার পর দু-লাইন কাঁদা ,
কান্না আসলে কোনো দুর্বলতা নয় তো,
নিজেকে একটু গুছিয়ে নেওয়া;
সঙ্গী খোঁজার ছলে কেউ কেউ লিখে ফেলে
পাতার পর পাতা
দীর্ঘ কবিতা ,
কেউ এল কি?
কেউ কি এল?
শেষ কবে দেখেছ নদীর গোপন বুকে জমাট আঁধারে অশ্রুবাদল ?
পাটভাঙা নীল শাড়ির ভাঁজে ভাঁজে লুকনো ইচ্ছে ,
অভিশপ্ত ঢেউয়ের ছলাত্ ,
পাড় ভাঙ্গার শব্দে বিকল মন, পোড়ায় মনস্তাপ ,
পাথরের ফাঁকে ফাঁকে গুঁজে দিয়ে অবিন্যস্ত সংলাপ
হেঁটে যায় কেউ ,
ছায়া-ছায়া গন্ধ মাটিতে মেশে তার ...
নিয়ন্ত্রন রাখে না যে বুকের চরায়
তাকে অবশেষে খুঁজে পাই পথহারাদের মেলায়।