এখনো শেষ বিকেলের ডাক্‌ আসে বুঝি
                  ঘরে ফেরা পাখির ডানায় ?
আকাশের নীলে সুতো ছেড়ে ঘুড়ি ওড়ায় শিমূল-তুলো মেঘ,
আমিও ঘুড়ি-ঘুড়ি মন হারাই উদাস জানলায়--
নীচে শহরের ঘামে ধুলোবালি ...
                      যানবাহিত ধোঁয়া ,কালো
দুরের পাহাড়ে সদ্য খেলে যায়
ব্যাগ- ভর্তি  সোনা-রোদ  আলো!

-------------------------------------------

আগের মত ছুঁতে পারি না , ছুঁতে পারি না ওই স্পর্ধার আকাশ !
প্ররোচনাময় এক আঁধার পার হই নিত্যদিন
চাঁদ সাক্ষী, জোছনা পেলেও ভালো ।
জ্বলে উঠুক ফসফরাস্‌ ,
আঁধারের লন্ঠন!
আজ রাতে যদি কোমল গান্ধার ছোঁয় মন ,
সমস্ত পরমায়ু জড়ো করে দুহাতে ভেসে যাব লোকগান আনন্দে, পথের শেষে যেদিকে ঘন এক অতীত জঙ্গলের শুরুতে পঞ্চবটী বন,

      পারো তো এসো ,

--আহবানটুকুই বেঁচে থাক্‌ ,
বছরশেষের  শুভকামনায় ।