আরতি আঁকি কাজলে---
ঘন আঁধার নেমে আসে সন্ধ্যার ভ্রূ যুগলে ,
মৌনী উপাসনায় পুড়ে কোথাও.. সুগন্ধি গাছের ছাল
পোড়ায় কেউ
নিঃসঙ্গ ধূপ !
সন্ধ্যা নুয়ে পড়লে
আলোটা নেভানোই থাক্ ...
নীরবতা কত শত কথার জন্ম দেয়
রাত্রির জানালায় হাত রাখে অভিমান
আর সমস্ত রাত তুমি জেগে থাকো কবিতার শরীরে
এটুকু অভিমান জিইয়ে রাখি অলিন্দে
রাখবো বলে...
তুমি তো দেখ নি
সাধের আলতা ধুয়ে ফেলি হেলার ছলে বৃষ্টিজলে..বৃষ্টিজলে ।