রাগী যুবকের মতই হেঁটে যায় চৈত্রদিন --
গুচ্ছের চিঠি শুকনো পাতার
হাওয়ার ব্যাগে ভরে,
অপসৃয়মান ছায়াটি তার পড়ে থাকে দুপুরের গায়ে,
এই সময়টা একান্তই আমার , অহেতুক ভাবনাজাল ছিন্ন করে
মন- মুখ একত্রে আত্মগত কিছু কথা—
এক, মোবাইলের স্ক্রিন জুড়ে দুরান্তের ডাক
ঘনীভুত সখ্যতার হৃদয় আশ্লেষ ,
দুই , শ্রাবণ ঘিরে নীল শূন্যতা ,
সাজানো অন্দরসাজের পরিপাটি শূন্যতা ,
পাঁপড়ি ছেঁড়া ফুলের উদোম বুকের শূন্যতা,
শূন্যতার ভিতরেও যে এত সব ঢেউ... জানো কি তা?
শাওয়ারের নীচে দাঁড়িয়ে বুঝি এত জল বহন করার ক্ষমতা নেই শরীরের ।
সময়ের ধারাস্নান ... ভেসে যাওয়াই সমীচীন ,
তাই না?