শাড়ীর ছেঁড়া-পাড়ের মত যে পথটা
চলে গেছে ওই দিকে ... শোনো ,ওদিকে যেতে নেই
ওই পথ শ্মশানের ...
আপনজন যারা গেল অনেকেই,
ফিরে আসেনি আজও
আসবে না কেউ...
ঐ যে রহস্যময় পাঁচিল, শ্যাওলা ঢেকেছে তার আসল রঙ
ওটাই শেষ সীমানা জীবিত জীবনের।
নীল অপরাজিতার মত কিছু শুদ্ধ কষ্ট নিয়ে
জুবুথুবু বালিকা আমি , জুজুবুড়ির ভয়ে্
বসে থাকি মুখ ঢেকে , সন্ধ্যাদিদির আঁচলে
একলা বাড়ির নিথর ছাতে,
সিঁড়ির কোণে,
ভাঙ্গা সিঁড়িটি , বড় আপন লাগে।