কোন কোনদিন দীর্ঘ সন্ধ্যা নামে... আঁধারের গাল বেয়ে
এলোকেশে,
কামিনীফুলের গন্ধে কি সাপ আসে?
আসে আসুক, প্রিয় সে ,
আমার রাতের অতিথি!
ভেজা বাতাসে একশো মাদল-----
প্রতীক্ষা ছুঁয়ে এক পাহাড়ি বাদল,
বনধুত্রার ধুনুচি নাচ--
রাতের বাগানে হেঁটে যাই নেশাগ্রস্ত টলোমলো পদচারনায়...
কেঁপে ওঠে ক্রন্দসী!
এ চার দেয়াল তোমার নয়... তোমার নয় ...
তলিয়ে যেতে যেতে গতজন্মের এক নক্ষত্র
ঠোঁট ছোঁয়ায় রাতের শেকড়ে,
কম্পন ঝড় চেতনার গভীরে ...
আরো গভীরে...
সহসাই ভাঙ্গে তন্দ্রার কাঁচ , ...অবচেতনে
রাতপ্রহরী বাজায় যখন বিষের বাঁশি!
আর একবার কেঁপে ওঠো ক্রন্দসী !