বাতাসে চামর দোলায় নারকেলপাতা--- ছন্দ দোলায় হোগলা- ঝাউবন!
ঊড়োচিঠি মেঘ , প্রবাসে বিলীন মন,
ধূসর ধুলোর চন্দন মেখে অস্থির পবন!
বুঝি দুরদেশ থেকে এল ঐ ডাক---
---বুঝি এল, এল রে ...
স্নান শেষে আর্দ্রকেশ, বিলি কেটে দেয় রোদের আঙ্গুল!
এ সময়ে দখিনা বাতাস বাউল !
বুকধড়ফড় অপেক্ষা, অপেক্ষায় নিঃসঙ্গ দুপুর!
হাওয়ার হা হা হাসির তোড়ে খুলে গেল কি চিলেকোঠার দোর ?
------ছাদ বেয়ে এল নাকি গোপনে?
ওই বুঝি এল রে , এল ,এল ...
অপেক্ষা-----অপেক্ষা ...
কত আর এক জীবনে?
নাকি ভুল স্বরলিপি গেয়েছিল কোকিল-দম্পতি?
------- বসন্তশেষের গানে?