আজ আর কবিতা হবে না...
ছাতা-ধরা পুকুরঘাট,
বাতাবী লেবু, নিমফুলের ম' ম' গন্ধে
মনকেমনের চাতক হয়ে জল চাইতে আসা
তোমার কাছে---
দেবে তো?
আজ আর কবিতা হবে না...
চৈত্রের খাঁ খাঁ দুপুর----
গায়ে রোদ মেখে পড়ে আছে দগ্ধ উপকূল ,
আমের মুকুলের ঘ্রাণ মেখে এসো
বাতাস বয় মনপবনের ...
কানের লতি ছুঁয়ে তপ্ত নিঃশ্বাস,
ভেজা রোমকুপ ,
আর আঙ্গুলে আঙ্গুল রেখে ছক কেটে
এক অতীত দুপুরের কাটাকুটি খেলা...
নাহ্...আজ আর কবিতা হবে না ...