শেষ শরতেও হেঁটেছি একসাথে...
শিউলিতলা পথ,
কুড়োনো শিউলি ভরা অঞ্জলিতে ...
একজীবনের শপথ;
ভেজা অঘ্রাণে শিশিরে শিশিরে
নূপুর খোঁজার ছলে ,
সহসাই হারালে অবিশ্বাসী অতলে ..
নিজেরই ছায়ার ভুলে!
শুনেছি তোমার ভুলের নদীতে নাকি
বেড়েই চলেছে ঢেউ ?
আমিও ভিজেছি বৃষ্টিজলে....
জীবনের হাতে হাত রেখেছে আবার
মনের দোসর কেউ ।