একদিন অক্লান্ত মসিচালনায় ক্লান্ত এই রণসাজ, ----
বড়ই বেমানান লাগে!
রণভেরি আর বাজে নি বহুদিন,
ফিরে গেছে অশৌচের ক্লান্তি দিন,
রণক্ষেত্র ঢেকেছে কচি দূর্বাঘাস...
জলসিঞ্চক মেঘের আড়ালে হাসে অস্থায়ী চাঁদ,
স্থায়ী বাসা খোঁজে সমীচীন,
সমস্ত অঙ্গার প্রশমিত হতেই দেখো
গোলাপী- লাল আবির ভোরের আকাশ!
মুহুর্মুহু কোকিল ডাকে
মৌতাতে মজেছে মানিকজোড় -- অশোক, পলাশ,
আনন্দ বসন্ত সমাগম বুঝি!