আধপোড়া বারুদ-বাতাস মগজে,
ছুঁড়ে ফেলে লেখার কাগজ, কলম___
বাঁচবো না!!
বাঁচতে চাই না আর সন্ত্রাসে!
পিতা বলে ডাকবে কাকে ছোট্ট কুঁড়িটি মুখে?
বাপের রক্তে নরপিশাচ
ধোয় হাত রাজপথে সুখে!
এত এত সমূহ হত্যালীলা চারদিকে ,
সবুজ আগুন, রক্তাক্ত লাশ!
কোন্ মুখে ফাগুন সাজাস্ ফুলে নিজেকে?
রক্ত ছিটে তোদের পাপড়িতে...
ফিরে যা , ফিরে যা রে অশোক, পলাশ!