শৈলশহর হোটেলের
দুধ-সাদা শয্যায় এলিয়ে পড়ি ....
সারাদিনের দৌড়ঝাঁপ , অস্থিরতা
মনে পড়ে হৃদয়হীনতার অধ্যায়, কিছু ক্থা...
স্বজনতালিকায় তুমি নেই আজ অথচ
তোমাকে ঘিরেই একদিন যত ব্রতকথা...
এক আশ্চর্য প্রশান্তি মনে!
একমুখী রুদ্রাক্ষের সন্ধানে চলেছি ,বিরামহীন পর্যটন!
দুর্গম পার্বত্যপথে সন্ধ্যা নামে ঝটিতি ,আপোষহীন জীবন----
ছলনা জানে না পাহাড়ি সূর্যমুখী,
ছল খুঁজে খুঁজে ফিরে শুধুই হলুদ পাখি!
সমতলে সমবেত উলুধ্বনিতে নামবে এবার গাঢ় আঁধার ...
তলিয়ে যেতে যেতে কফির দানায় খুঁজি
বাদামী আত্মবিশ্বাস ...
একমুখী রুদ্রাক্ষ ফল পেতে
একাই আমি পাড়ি দেব স্বজনহীনপথে,
পরজীবি হাত ছুঁয়েছে অন্তর!