১)
অযত্নে বইয়ের তাক্--
সংগ্রহেতে ধুলো ঝাড়ি,
ফুলদানীতে অভিমানী, তোড়ায় বাঁধা শুকনোফুল!
একলা ঘরে এধার ওধার
ছুটোছুটি অজুহাতে, কোণার দিকটায় বাহারি ঝুল!
শীতের পশম অন্তরালে
আড়চোখে দেখি বেভুল ভুলে
হিসেবনিকেশে হয়ে গেছে কত কত মস্ত ভুল!
২)
শিউড়ে উঠি চাবির গোছা !
কোথায় গেলি হৃদয়হীনা ?
আলমারিতে হাতের পোঁছা !
আমার সাথে একি ছলনা?
এতসবের মধ্যে তবু মন-পোড়া
ফাগুন হাসে,স্বপ্ন আসে
পাহাড়-বাঁকে রাধাচূড়া ,
শীতঘুম শেষে উপোস ভাঙ্গে শঙ্খচূড় আর ভাঁটফুল !