এক দুপুরে ঘোলাজলে-
আনচান শরীর শ্রান্তিতে মেলে,
নাইতে নামে বেদেনী-বেদে
পুকুরঘাটে খরতাপ রোদে ,
সহসাই দেখে চকিত সাপুড়ে
আঁধার নেমেছে আকাশ জুড়ে !
ভিন্গ্রহের কোন ঊড়োজাহাজ?
সাপ মুখে ...একি! উড়ন্ত বাজ!
বেদের চোখকে দিলি কি ফাঁকি ?
ধুলায় লুটায় রে শূন্য ঝাঁপিটি...
সারা শহর তাকিয়ে আছে দেখি...
বেদেনী তুই, এবার নাচাবি কি?