আমি দেখেছি---
আটকে যেতে প্রিয় প্রজাপতির চরণ,
শসাফুলের স্নিগ্ধ গেরুয়া-হলুদ সান্নিধ্যে
অপাপবিদ্ধ শুচিতায়!
আমি দেখেছি,
নাজুক লতাকিশোরীর মনখারাপের নীল-সবুজ দিনগুলি
ফড়িং হয়ে হয়ে উড়ে যেতে,
ঠিকানা-বিহীন ঠিকানায়!
আমি দেখেছি,
হৃদয়-আগুন আঁধারমানিক হয়ে জ্বলে
সন্ধ্যার এলোকেশে,
ওষ্ঠ মেলে লালে-লাল কৃষ্ণচূড়া ,পাপড়ি-অধর ...
সীমাহীন এক দৈন্যতায়!
‘‘আমাকে মনে পড়ে ?’’ অপার্থিব ফিসফিসানি শুনি ’ঝরাপাতায় !