আরেকদিন ভাড়াবাড়িতে ----
কলপাড়ের কুচুটে বউটা, হাড়হাভাতে, ত্রস্তহাতে
সিঁথির সিঁদুর মুছে, পালিয়ে গেল পরপুরুষের সাথে!
দুধের শিশু তার ,ফ্যালফ্যাল চোখ ,দাঁড়িয়ে এঁটোহাতে...

বাড়িওয়ালার মেয়ে ... বেসুরো গলার গানে
একনাগাড়ে বোমাবাজি চালিয়ে যেত ছাতে,
ঝন্‌ঝনানি , শব্দদূষণ, থালাবাসন উল্টেপাল্টে
একলা আমি, নীরব দুপুর , বাসনপত্র গোছাই ব্যস্তহাতে;

সে মেয়েটা বিয়ে হল, চাঁদপানা বর,বরপণ দেখে
গানের বাবা ইতি টানল  ফুলশয্যার রাতে !
ভাড়াবাড়ির স্মৃতি ... পড়ে থাক্‌ ভাড়াবাড়িতে
দোহাই তোর, দিস্‌ নে আর ছাই ,আমার বাড়াভাতে।

----------------------------------------------