কান্নায় কিংবা বেদনায় হোক্ আমার
নির্বাক চালাঘর,
বৈশাখী ঝড়-জলের সম্মুখীন হই প্রতিরাতে ,
তবু শান্তির পায়রা ওড়াই নিয়মমত,
নিকোনো উঠোন জুড়ে সুখ, বীজতলা শস্যক্ষেত্র !
স্থলপদ্ম খেলে যায় বাতাসের ওপিঠ ,চোরাশিকারী মেঘেদের ছায়া-ছায়া রোদ ,
এবেলা ওবেলা
বসন্তের বাগানে
এই ফাঁকে কিছু ফুল কুড়াই বেফিকির!