দূরে পাহাড়ের ঢালে দীপাবলীর রাতের মত সেজেছ রাতশহর!
তমস আকাশের গায়ে সোনালী জারদৌসি নকশা
অলৌকিক বসন তোমার!
                                    
রাতশহর ,
আমি যে আজ এক বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা!

কিছু বলতে গিয়েও বলা হল না সেদিন তাকে---
আজও তৃষিত বুক কুড়ে কুড়ে খায়
                           শব্দকীটেরা,
কানের পাশ দিয়ে বেড়িয়ে গেলো না-বলা কথারা...
অসহায় চোখে এক যুগ বসে ছিলাম,
                           নিরুৎসাহী পলির চর !
করমচা ফুলের ঘ্রাণে ভেজা বাতাসে
                            খ্যাপা ভৈরবী তিস্তা---

পাথুরে কামে জন্ম নিচ্ছিল নিঃশব্দ শ্যাওলারা খুব ধীরে ধীরে...