আরো একটু ভাবাবেগ চাই...
শব্দেরা দূরান্তে করে চিঠি বিলি ..
                            ....দূর ছাই!!
বকসাদা কবিতার পাতা...
এখনও তুমুলসন্ধ্যা নামে নি,
আঁধার মেখেছে আবির, ... হোলি!
ওরে গোধুলির লাল রং,
                 আজ থেকে তোর সাথেই মিতা ।
-------------------------------------
ভাবনার গভীরতায় ডুব দেয় মন
পাকা ডুবুরি তো নয়,
গভীরে ...আরো গভীরে...তলিয়ে
                             অবশেষে ভাসে ...
ভুলচুকে ভরা সমূহ এ জীবন!
---------------------------------
পড়ে থাকে শূন্যতায় বকসাদা কবিতার পাতা,
স্মৃতিঝরা কথা্‌ নিয়ে জলে ডোবা সিন্দুক ,
জানিস , তোর সাথেই আজ থেকে আমার মিতা!