কতটা প্রাচীন হলে সুস্থির ছায়া দেয় মন, ...বৃক্ষ ?
প্রশ্ন খুঁজতে পাতালে নেমে যায় শেকড়,
                                     যাক্‌ না...
আমি চাই... বাঁধানো চাতালে... নিশ্চিন্ত পথিকের ওই ঘুম,
বিনিময়ে দিতে পারি নরম তুলতুলে গদি আর অস্থির অনিদ্রা ,
ঘুমপাড়ানিয়া গল্প লিখো না গো কবি,
আমাকে শোনাও,..শোনাবে ?
মাটির উনুনে কাঠুরে মেয়ের ভাত ফোটানোর গল্প?
                                           চলুক তবে...
--------------------------------------------                            

উঠুক্‌ কল্পলোক... জেগে !
এক হাঁটু পাতালে নেমে গেছে আমার চেতনা, শেকড় ছড়িয়ে
                                       ঘুম আসছে ...
কবি, অমন ছায়াদার বৃক্ষ তুমি হলে
                               ঘুম আসবেই ,...
              বাসনাকুসুম বনে

     একদিন  চাঁদ  ভেসে  যেত  ওইখানে!