একদিন ভুল চুলে বিলি কেটে
বেদনা ঝরায় এখন বিষণ্ণ আঙুল,
আবেগবর্জিত দুনিয়া ...
আড়চোখে শাসায় কালের ভাবনা,
তবু,
নিষ্পত্র গাছের সারির ফাঁকে
রুক্ষ পাহাড়িয়া ঢালে
চলে কৃষ্ণচূড়ার সূচীকর্ম ,
পলাশের মৌনী আয়োজন ,
তোড়জোড়...
স্বাগত বসন্ত তোমায়!