সময় পেরোলেই শেষ
ভাব-ভাব, লুকোচুরি খেলা,
কেটে গেছে কতকাল যেন
মুখস্থ নামতায় কতশত বেলা,
তবু যখন অমলিন হাত ধরে কেউ
জীবনের রাস্তায়...
অন্ধ বাউলের গান,
ভিখিরি মেয়ের হাত ধরে অবিচল হেঁটে পার হওয়া...
আছড়ে পড়ে প্রতিবন্ধী ঢেউ
বুকের নদীতে,
কোথাও চোরাবালি টান...
বরাবর বৃষ্টি পেলেই দেখেছি
ফলন্ত শস্যক্ষেত্র,
কড়া মিঠে রোদ মেখে
পরিপাটি তার সূর্য- স্নান!