গানের কলিতে গুমরে কাঁদে কনকচাঁপা মন,স্বরলিপি ভুলে সুর টলমল শিশু,
এখনও তুমুল সন্ধ্যা নামে নি,বনজ গন্ধে গাঢ় বাতাস,
গলির মোড়, আলো - আঁধারে যুবক দৃষ্টিতে ধরা দেয় মুগ্ধ সুবীজ, বিহ্বল প্রেম,অগোচরে ফোটে কামনার ফুল নিশিগন্ধা ,
মেয়েটির নাকের নোলকে উচ্ছ্বাসের বলয় দেখে ঈর্ষান্বিত চাঁদ!
তীব্র শিসে চমকে উঠি ...অস্থির রাতপাখি!
-----------------------------------------------
উজ্জ্বল আলোয় লিখি বীতরাগ , সাদাকালো ...
সময়ের সাথে যান্ত্রিক কথোপকথন আমাদের, কিছু সীমিত শব্দের কাব্য হয়ে ওঠা ,
কাঁটাঝোপে আটকে আছে সংশয়ের গোলাপ!
জন্মান্তর প্রত্যাশী ,
ক্ষত বিক্ষত হওয়ার চেয়ে’ বরং এগিয়ে যাওয়াই ভালো।
------------------------------------------------------