আয় বানজারা মেয়ে,
তোর সাপের ঝাঁপি
নিয়েই খেলি তবেই আমার সুখ ,
জানিস্ আমার শেকড় জুড়ে ম--স্ত এক অসুখ;
নিত্য আমি জ্বলছি জ্বালায়
বিষধরের প্রেমে,
অভিমানে গুটিয়ে কেমন
আজও শীতঘুমে ;
তার বিষের ছোঁয়া পেতে
আমি সদাই যে উন্মুখ,
আয় না,
এবার আদিমফুলের ঘ্রাণ নিই একবুক;
বলি ও বানজারা মেয়ে,
আলতো নাড়াস্ নাকছাবিটি ,
পুরুষ-খাকি তুই,
রোদে-পোড়া খরচোখ তোর স্বপ্নটাকে ছুঁই;
ও মেয়ে বূঝলি ?
আজ থেকে তুই হাড়-হাভাতে, আমার পাতানো সই।