১)
থিরথিরিয়ে কাঁপে সরষেফুলের ত্বক্
সবুজের বিছানায়,
ঝুঁকে পড়া তপ্ত নিঃশ্বাস,
ছটফটানি থেমে যেতে যেতেও
দানার মধ্যেই ভূত আছে জেনেও
প্রবল আশ্লেষে বলে---
“ভালোবাসি, ভালোবাসি”।
-------------------------------------------
২)
তুমি-তুমি গন্ধটা এখন সান্ধ্য বাতাসে,
চেনা পারফিউম...
কেঁপে যায় গোলাপী ওড়না বুকের স্পন্দনে,
পিঠে অবাঞ্ছিত স্পর্শ , কিছুটা তীক্ষ্ণ !
শিহরন ! তাকাই,
নিওন আলোয় দেখি ঘাসফড়িং!
একটানা শূন্যতার ঝিঁঝিঁ ডেকে চলেছে কোথাও।