স্বপ্নে দিক্‌দর্শক্‌  তুমি,  হাত ধরলেই
অনেকটা পথ হেঁটে পেরোই ...
                                 সমান্তরাল
সমুদ্রতীর ঘেঁষে,
একপাশে সরে সরে যায় অভিজ্ঞ ঝাউবন,...
                                 ছোঁয়াচে ছায়ারা ;
অবশেষে জোয়ারের ঢেউ দিয়ে ভিজিয়ে দিলে মসৃণ পা,
যেন ফুঁ দিয়ে  জাগালে চেতনা অচেতন শাঁখে ...
বুঝি গন্তব্য হল শেষ-----
এবার গল্প শুরু
জীবন যে বিদ্যাসাগরের বর্ণিল বর্ণমালা !

ঢেউয়ে ঢেউয়ে ছুঁড়ে ফেলি আনাড়ির বিশ্লেষণ,
অবান্তর কথকতা...