শহুরে বিজ্ঞাপনের ইস্তাহার
এখন পাখিদেরও ঠোঁটে ,
দূষণের উড়োচিঠি ভাসে মেঘে,
একদা পোড়-খাওয়া মনে এসবের সবই অসার,
শিল্পের দাওয়ায় এখন পরিতাপহীন সংসার আমার,
কড়া-মিঠে রোদের আলপনা,
গৃহস্থালি
বিশ্বাসের শ্বেতপদ্ম-পাপড়ি ছড়ানো জলে
মাটির উরলি...
আমার কুঁড়েঘর এখন ভাসমান শিল্প ,
বাবুইপাখির বাসা।
দুঃস্বপ্নেই দেখি আঁধার রাত,নেপথ্য আলোয়
শুধুই ভালোবাসা।