১)
পথের পাশে প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড,
খানিকটা উত্তাপের খোঁজে পথচলতি মানুষের ভিড়্,ছায়া ছায়া দ্রাবিড় মুখ ,
খড়বিচালি উশ্কে দেয় আগুন,
পতঙ্গের ওড়াওড়ি ,সামুহিক মরন ঝাঁপ...
ছেঁড়া ফুটো কম্বলে সারমেয়-পথশিশুর কুণ্ডলী ঘুম ,
বড্ড জ্বালাতন করে বাড়ী ফেরা মাতালটা, রোজ
-------এসবই পরিচিত দৃশ্য শীতের সন্ধ্যারাতে।
২)
ভালোবাসা, তুই পিরিতি জানিস্ মেয়ে!
হেসে উঠলেই মান অভিমানের আঁধার পালায়...
আগুনে পোড়াই একে একে মনস্তাপ, বিস্বাদ বিষাদ,
উদগ্র কামনার ফুল ফোটে আঁধারের কালো দীঘিতে, কুহকিনী
লক্ষ্মীপেঁচার ডাক , ডানা ঝাপটায় রাতচর পাখি,
ভালোবাসা, তুই আদুরে বিড়াল!
কোরিয়ান কম্বলের ভেতর তোর ওম্ওম্ ভালোই লাগে শীতরাতে।