পারো তো একবার সন্ধি করেই এসোনা সুজন
বিবেকের হাঁটুজলে দাঁড়িয়ে ,
যেখানে বনভোজনে মেতেছিলে উন্মত্ত সুরায় শীর্ণ নদীটির সাথে---
তার ভাঙ্গা পাঁজরে লুকানো দীর্ঘ শ্বাস কি শোন নি সেদিন?
অরণ্যে প্রবেশ নিষেধ তোমাদের,
পা দিয়ে মাড়াও গুল্মলতার ঝোপ.
পৌরাণিক সঞ্জীবনী পরশ লেগে আছে এখনও বিশল্যকরণী,
বনতুলসীর ঝাড়ে,
ফেলে আসা তোমাদের জঞ্জালে দূষিত সে, মায়াবন!
পড়ে আছে বনপথ, ব্যথিত, ধুলোর পরত দেখ
বিধবার সাদা থান যেন!
পাতায় পেলে শিশিরকণা ...
এ তো স্বচ্ছ অশ্রুজল!
----এ অরণ্যও রোদন জানে।