এখনই ডেকো না---
আমি সংরক্ষণে মেতেছি...
জানলার পাল্লায় কুমোরপোকার চাক্ ,
মাটির দুর্গ যেন
কুঠুরির পর কুঠুরি ,
--প্রাচীন মৃৎশিল্পীর জাত চেনাও?
চোখ রাখি শুঁয়োপোকার মন্থরগতিতে...
এবার গুটি হলেই ব্যস্ প্রজাপতি ... রঙের ওড়াওড়ি,
ফুলে ফুলে পরাগমিলন!
সহস্রনয়ন তাকেই বলে জানো ?
বিপরীতমুখী মন নিয়ে কাছে এসো না
আমি এখন শুধুই সংরক্ষণে মেতেছি
কুয়াশার স্বচ্ছ স্ফটিকজল ধরে রাখি
হলুদ গাঁদার ছোট্ট ছোট্ট কুঁড়িতে ।
আমলকী রোদ হয়ে খানিকটা ছুঁয়ে যাও দেখি আমায়...