তেমনি করেই ভালোবাসো
যেমন করে ভালোবাসে চাষি
তার বন্ধ্যা জমিনকে ...
তীর্থে যাও যাত্রী মেঘ,
এবার কালঘাম ঝরাবে চাষি আগাগোড়া...
পাথুরে রুক্ষ বুক ভিজে ভিজে যাচ্ছে হলুদ ঘামে,
মাটির পাঁজর ফুঁড়ে উঁকি দিচ্ছে কিছু...কচি সবুজে
ফলবতী প্রেম!
দুদন্ড জিরিয়ে নাও আবাদী কৃষক,
আগামী বসন্তে পলাশের রঙে রাঙ্গাব তোমায়
ভালোবাসায়।