ক্ষণিকের বৃষ্টির পর জোড়া রামধনু
এঁকে দিতে ভুরুতে ...
------------------মনে পড়ে?
একা পিলসুজ আমি,
তলায় আঁধারের আলপনা নিয়ে
ভাঙ্গাঘরের দাওয়ায় স্বপ্ন দেখি ঝাড়বাতির...
বেড়ার ফাঁক দিয়ে গলে গেল কেউ!
-----বনবিবি জ্যোৎস্না!
পোড়াস্ যে তুই পোড়ারমুখী?
আর জনমে রাহু-কেতুর মত গিলে খাব তোর চাঁদকে!