বছরশেষে খুঁজি ইতিউতি, কোথাও কালের ক্ষয়িষ্ণু চাকার দাগ ,তিক্ততা ...
এখনও পড়ে আছে কিছু আর্দ্র মাটিতে,
পোড়া মন যে কিছুই ভোলে না!
....................................
এবেলা ওবেলার পরই আপাতকালীন সন্ধ্যা, আগাপাশতলা কিছুই দেখি নে...
-----কে তুমি ভ্রান্ত পথিক্?
-----আঁধারেও সমর্পণ জানো ?
-----তবে অত দ্বিধা কেন ?
---এসো তবে,
যাবতীয় অভিমান ভুলে আজকের মত দুঃসাহসী ভ্রমণসঙ্গী হই,
শোনাই, শুনি একে অন্যের ভ্রমন বৃত্তান্ত...
ওপাশে মুখ ফেরাও চাঁদ,দেখো
ঊতলা আলোয় মাধবী রাত,
মেতে আছে একা বনভোজনে।
এসো পথিক্ আজ থেকে তুমি আমি ভ্রমণসঙ্গী,
বছর শেষের আলোয়
দেখি পঞ্চদশী চাঁদ!