আগুনে সেঁকেছ হাত---- উষ্ণ করতল,
স্পর্শ!
---- ত্বক্ ছুঁয়ে এবার অন্তরে!
চোখমুখ এখন চৌকাঠ,
শরীর আঙ্গন,
আঙ্গন জুড়ে পালা, পার্বণ পৌষের ।
একাগ্রতায় মুখোমুখি বসে
কতকালের হিমকথারা...
প্রজ্জ্বলিত আগুনের স্ফুলিঙ্গরা
শুধুই যখন স্ফুলিঙ্গ,
পতঙ্গ বেঁচে যায় আগুনে ।
পোড়াও আগুন সখা,
গলনাংকে পৌঁছুলে তবেই না গলবে অশান্ত হিমবাহ!