আমার রঙহীন এক আকাশ,
ধূসর শূন্যতার মাঠ,
বুকের ভিতর কোথাও এক প্রবাহ, ক্ষরণ
শিরায় শিরায়...
ফেটে গেলেই নদী, রক্তনদী !
তবু আমার পরিবেশ দূষিত নয়,
দূষণ নেই...
যা আছে তা আমারি ।
.................................
প্রাচীন পাথরের নীচ থেকে উঁকি দেয়
হলুদ-পাতা জীবন, বর্তমান...
কবি- দার্শনিক আমি নই,
অতীত সে ইতিহাস জানি নে,
ভবিষ্যৎ দেখি নি, অনাগত সে!
তবু লয়ের উৎসেই করি সৃষ্টির সন্ধান...
আমার কাল সীমাবদ্ধ
শুধু আজকের চার দেওয়ালে।