দেখে নিস্‌ পাপী,
কংসের কারাগারে  ওই জন্ম নেবে শিশু যীশু একদিন
হে প্রভু,হে উদারপ্রাণ
পরিত্রাতার ভুমিকায় তুমি আসবে...
তুমি আসবে বলেই সেদিন পেশোয়ারে অগনিত শিশুকলি
ঝরে গেলাম অকালে,
সারা বিশ্ব জুড়ে ঝরে এমনি কত অসময়ে ফুল-মালি
অর্ঘ্যের থালায় এ যে সুখী সমর্পণ আমাদের---
পারিজাত জন্ম নেব যুগে যুগে;
তুমি আসবে বলেই
সন্ত্রাসবাদ মাথা চাড়া দিক্‌ শেষবারের মত,
আর আমরা গেয়ে যাই মিলিত কোটি কণ্ঠে
তোমারই আগমনীর সুর,
এসো , এসো হে বিস্ময় শিশু
এসো...।