আমাদের কান্নারা পারিজাত হয়ে ফোটো আজ--
স্বর্গের প্রিয় ফুল হয়ে
প্রিয়কবি যে সেথায় সুখশয়নে;
নিদ্রাহীন রাত ছিল তার অনন্ত আঁধার,
একেকদিন জীবনের,
কালরাত্রি এসেছিল সেদিন প্রেয়সী সেজে
পরমমমতায় এঁকে দিল শেষ চুম্বন অনিদ্র চোখে-----
কবি যে আজ সুখস্বপনে;
সুবাসে ভেসে যাক্ ওই আঙ্গিনা অনন্তলোকের...
আমাদের কান্নারা ফুল হয়ে ফোটো আজ---
স্বর্গের প্রিয় পারিজাত হয়ে
প্রিয়কবি যে সে্থায় সুখে ফুলশয়নে।
( আসরের প্রিয় অকালপ্রয়াত কবি দেবাশিস সেন-এর উদ্দেশ্যে এই ক্ষুদ্র প্রয়াস '' শ্রদ্ধাঞ্জলি '' নিবেদিত। প্রিয়কবির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি )