মা তোর ফুলবাগানের কলিরা.........
............সব গেল কোথায়?
কোথায় দিলি নির্বাসন?
রক্তের বিলে দেখি আজ অগনিত পদ্ম... লাল!!
ফুটে আছে থরে থরে
গুনে গুনে একশো বত্রিশটি !!
মা,
মা গো ওরা যদি শিশু তবে
কোন্ দেবতার তরে করলি এদের নিবেদন?
ফুরালো কলরব,
অসময়ে অর্ঘ্যের থালায় জীবন?
বল্ পাষাণী ,অমন চুপ করে আর থাকিস নে...বল্।