অঘ্রাণের শেষ
কাক-ডাকা ভোর ---
ভাঙ্গা কার্নিশে তারস্বরে এক রাজনীতিবিদ্ কাক,
আস্তাকুঁড় ঘাঁটছে জোড়াটি,
বোধহয় সাংবাদিক, খুঁজছে কিছু আজকের ইস্যু;
চিলেকোঠায় মনপোড়া ভাঙ্গা আয়নায় দেখি জোড়া মুখ,
আমারই...
বেমানান লাগে, ভগ্নকাঁচ অলক্ষুনে বলে কথা।
ফেলে দিই আবর্জনার স্তুপে, এই যাহ্.........!
কুচ্ছিত কাকদুটোর রনেভঙ্গ , রসভঙ্গ।
শৈলশহরের মাথায় কুয়াশার আস্তরণ এখন আমার,
ব্যস্ততার দিনের শুরুটা আমা্র,
তিক্ততার সকাল আসার আগেই
সবটুকু ভালোলাগা উষ্ণতা
উপুড় করে দিই সফেন চায়ের কাপে।
সুখবোধ ক্ষণস্থায়ীই ভালো... কি বলো ?