এসো ... পারাপার করি
----- আমি কে?
আমি সেই ঈশ্বরী পাটনী মেয়েটি,
তা’বলে দেবী নই গো---
গঙ্গা মৃত্তিকায় আমার রচনা।
দুঃখের নদীতে রোজ রোজ ভাসাই অলীক সুখের তরী...
তোমার দুঃখের ভাগীদার কেঊ নেই বলেই
অবিরাম লিখে চলো কবিতায়, জানি আমি
অনুভব তোমার কখন শেকড় হয়ে প্রোথিত হল আমার অন্তরে,জানি নে, জানি নে
চাই নে কিছুই... খেয়াপারের কানাকড়ি
অনুদার তুমি, বাড়িয়েছ যদি কৃপণের হাত, তাহলে জেনো
শেকড়েও এখন ফোটে ফুল।
তবুও এসো,
এসো হে ...পারাপার করি।