হাত বাড়ায় উলঙ্গ ঝুপড়ি শিশু,প্রত্যাশায়
কিছু একটা গুঁজে দিই হাতে .. টাকা বিশ কি পঞ্চাশ
দ্রুত পা ফেলে এগিয়ে যাই ,দৃশ্যমান পার্ক
------------একে কি পলায়ন বলে?
সুদৃশ্য বেঞ্চিতে ছুঁই অনুভবে কত কথা, লুকানো
মোরগঝুটি ফুলের ঝাড়ে পিক ফেলে গেছে শহরের আধুনিকতা
বেলাবেলিতেই সন্ধ্যা আঁধার
আঁধারে ঝোপঝাড়ে দেখি জড়াজড়ি প্রেম, সশব্দ চুমু,শ্লীলতায় হাত
পাশ দিয়ে ঘোরে আলোপোকা, কালো কি ওটা ?
চামচিকে হতে পারে,
দূর!.বারবার চোখ চলে যায় ঝোপের কাছে
চক্ষুলজ্জা, তোর কাছে হার মানি!
কিছু কিছু আঁধার চোখের পক্ষে ক্ষতিকারক, উঠে দাঁড়াই,
হাতে হাত দিয়ে নিরুপায় বিবেক,
দ্রুত পা ফেলে নিরাপদ সীমানায় দুজনেই
----------------একে কি পলায়ন বলে?