ভুট্টাদানার পরিবর্তে বার্তাকু পাখিটির ঠোঁটে
বেঁধে দিলাম চিরকুট,
----‘ নির্জনতায় এসো।‘
কুলায় ফিরে আসা পাখির মতই সত্য ছিল তোমার আগমন।
কল্পনায় দেখি রূপকথার কিশোরীটি,
বিনুনিবাঁধা...
আগল খুললেই যার আঙ্গনে বিশ্বাসী রোদ
খেলা করত প্রতিটি আঙ্গুলে,
প্রতীক্ষায় প্রিয়তমের পাথর হয়ে গেছিল
তার সোনালী দুই চোখ।
----পরজন্মে আমি সে-ই,
আমি এ জন্মেই তোমাকে পেতে চাই
তাই ইচ্ছেমত বাচাল হই;
আরশিতে মুখ দেখি কতবার আর কতকথা লিখি কবিতায়!
আমি যে বোবা মেয়ে...
একার সাথেই যত কথা,
তাই নির্জনতার গায়ে চুমু খাই আশ্লেষে।