বুকপকেটে গোঁজা ওই পালকের কলমটা
দেবে তোমার?
               একটুখানি ?
লিখব পরিচ্ছন্ন ভালোবাসার কবিতা এক।
রাগ-অভিমানের কাঠখড়,
                          যত জড়ো করি
অনায়াস আগুন জ্বালাতে ব্যর্থ হই ততবার,

   এ যে মোমের প্রাচীর তুলেছ হে মন!
রোদচাদরের ওম নিতে নিতে উঁকি মারে
নিলাজ সকাল  ,..
                        বেহায়া!
             একটু বেহায়া আমিও,
বুকপকেটে গুঁজে দিই যদি আদিতম গোলাপটি
---বদলে দেবে ওই কলম তোমার?
            একটুখানি ?
লিখব নিরেট ভালোবাসার ওম্‌ ‌ওম্‌ কবিতা।