জরাজীর্ণ সাঁকো এক,
খরস্রোতা নদীটি পেরোই সন্তর্পণে ...বিধি বাম!
আচমকা পাগল এক  ওপ্রান্তে
নাড়া দিয়ে যায় ...
সাঁকোতে ভাঙন ,মাঝনদীতে ঝুলে থাকা
আমি বেপরোয়া হই, অসহায়
---ওরে পাগল , এবার তো থাম্‌ ।
উল্লাস নিয়ে ফিরে যায় উন্মাদ, অট্টহাসিতে তার নৈঃশব্দ্য চিরে খানখান ...


দুঃস্বপ্ন থেকে জেগে উঠে ভাবি----
'' সত্যি যদি এমন দিন আসে !''