লক্ষণ রেখাটি পেরোলেই কাঙ্ক্ষিত সহজ পথ,
অলক্ষ্যে এসে পদবেষ্টন করে
অসময়ের ঝরাপাতারা...
চমকে উঠি !
তুমি নেই ,তুমি নেই কোথাও
কাছে পিঠে , দূরে , সীমানার ওপারেও নেই...!
একসাথে কত বিকেল জড়ো করি
কথা বলার,
তুমি নেই বলে একটানা শূন্যতার মাঠ ,
ভুতুড়ে আলোয় কাঁপে জলাভুমি, আলেয়ারা শব্দহীন
আমিও নেই ... ।
এতক্ষনে স্পষ্ট হয় এক শরীর ,মুঠোয় ধরি অবয়ব
পদধ্বনিতে স্বাগত সম্ভাষণ
এসো , স্পর্ধার সাথে স্পর্শ করো হৃদয়
আর এক সন্ধ্যার না-বলা কথা,কতকাল পর যেন
-------------কত কাল পর,
বিদায় গোধুলি ...............
এঁকে দাও বৈরাগ্যের চুম্বন নীলিমায়
ওই জাগে তারারাও.........।