একফালি বারান্দায় ভরে গেছে তীব্র সুগন্ধ,
কামিনীফুলের বোষ্টমী কাম,
নাক টেনে সুঘ্রাণ নিই ... একবুক।
এখন ফিতেয় বাঁধা সময়,
--খুলি আর কাটি।
বৈকালিক আড্ডা, সান্ধ্য অবকাশে
নির্বাচিত কবিতা-গানের আসরে
ফাঁকে ফাঁকে চা-এর সাথে টা, সেই সময়টা
এখন মায়ামৃগ ।
স্থিরতায় চোখ, ভাসে বিজ্ঞাপন্, সিঁড়ি দেখি একখানা----
---- প্রলোভন স্বর্গের!
হৃদয় খুঁড়ি , মৃৎ পাত্রে খুঁজি পুরাতত্ব,
কোথাও লেখা নেই আমার পাতালপ্রবেশ।
সময় রাবণ হলেও আমি সীতা হই নি কোনদিন তাহলে !!
বারান্দায় কোথা থেকে যেন জুটেছে পারিজাতের ঘ্রাণ,
সিঁড়ি ভাঙ্গি সশব্দে ...চিলেকোঠায় পৌঁছই ,
ছুঁতে চাই অনন্য আকাশ তোমায়
বৃন্তের মধ্যে ব্যাকুলতা শুধু এখন স্বর্গের।