কিছু বলার ছিল--------
এখনও  সময়ের কাঁটার সাথে বদলে যাই নি
হাসি পেলেই হেসে ফেলি শিশুর আনন্দে,
অভিমানে অভিমানি হই,
ব্যথা পেলেই মুষড়ে পড়ি ,
ভালোবাসার চাতকিনী ,ভালোবেসে ফেলি সহজে।
ভালোবাসি ভিড় মেলায় হারিয়ে যেতে
কাঁচের চুড়ি ,পাথরের গয়না , রঙিন একঝাঁক বেলুন পেলেই
প্রানবন্ত , উড়িয়ে দিই খোলা হাওয়ায়...

এখনও প্রিয় মানুষটার জন্য মন কেমন করে যখন
হাতের চেটোয় তপ্ত জলের ফোঁটায়
টের পাই অস্তিত্ব  কান্নার,
সহজেই কেঁদে ফেলি
সহজেই..................

এখনও আমি আমিই আছি
বদলে যাই নি সময়ের কাঁটার সাথে, গতিপথ বদলে
নদী হয়ে হারাই নি সাগরে
আমি আমিই আছি
ব্যস্‌ ,এটুকুই বলার ছিল।