প্রতিটা বিকেল রাঙায় আমার প্রিয় রঙে ,
ফুলডুংরি পাহাড় , ঘা্টশিলা...
...এখনও আছে প্রতীক্ষায় ।
একমুঠো বিশ্বাস নিয়ে ছুঁতে চাই
সুবর্ণ রেখার জল।
এবার পাথর আনবো না কোঁচায় ভরে
শেওলা-ধরা কিছু সম্পর্ক ভাসিয়ে দিয়ে আসব
নদী তোর ভরন্ত বুকে।
যেদিক ইচ্ছে ভাসিয়ে দিস্ মেয়ে...
যেতে যেতে রাঙামাটি পথ
তোকেও দিয়ে যাব কিছু,
আবার যে ফিরতে হবে এ পথেই।