একদিন ক্লান্তিহীন ,
নদীর বুকে পাথর কুড়িয়েছিলাম
দু’হাত ভরে...
সে পাথর এখন সংসার একোরিয়াম-এর সুদৃশ্য শোভা,
ভিনদেশী মাছেদের লুকোচুরি আড়াল ;
একরাশ ক্লান্তি কাটাতে চলো এখন একটাই খেলা----
---''কানামাছি ভোঁ ভোঁ,
যাকে পাই তাকে ছোঁ ।'
একদিন ক্লান্তিতে জিরিয়ে নেওয়ার মুহূর্তে
একহাঁটু জলে পা ডুবিয়ে ,
নাকে এল আঁশটে গন্ধ, অলীক কল্পনায় দেখি আমি এক
মীন শরীর, সাঁতার জানিনে তবু
নাগরিক কোলাহল দেখেই দিই অতলান্তে ঝাঁপ,
... এবার ডুবসাঁতারে
কানামাছি খেলার দোসর খুঁজি ,
এসো হে মীন পুরুষ ,
অমরত্বের আশায় অলীক মৎস্য হয়ে বাঁচি যদি
কয়েক যুগ ... ক্ষতি কি?