অপ্রিয় কথনে আহত হয় কেউ কেউ,কেউ কেউ সশব্দে
ছুঁড়ে যায় লক্ষ্যভেদী বাণ,
আমার জন্য তুমি
অথবা তোমার জন্য আমি
প্রিয়ংবদা হই।
তোমার ঘন ঘন কবি হওয়া,
অলক্ষ্যে ফেলে যাওয়া
শব্দের নুড়িপাথর কুড়িয়ে
ভাবাবেগ ভাবাবেগ খেলা...
তুমি ও আমি এখন দ্বন্দ্বসমাস শুধুই।
কতিপয় বিরল মুহূর্ত,
নবজন্মের আশায়
উঁকি দেয় নষ্ট ভালোবাসায়
হিমেল হাওয়ার পাতলা চাদর সরিয়ে...
এদের নিয়ে লিখে যাব কবিতায় ... তুমি আমি অথবা আমরা।